
আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রথমে একটি র্যালী বের হয়ে পলাশবাড়ী বধ্যভূমিতে গিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান,সহকারি কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, থানা অফিসার ইনর্চাজ আরজু মো:সাজ্জাদ হোসেন ,ওসি তদন্ত রাইসুল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু , উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ অন্যান্যরা। শেষে শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।