
গাইবান্ধার পলাশবাড়ীতে ডিসেমিনেসন অব নিউ কারিকুলাম শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক ৭দিনব্যাপি প্রশিক্ষণ শুরু করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এগারোটি বিষয়ে ৭দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) শুরু হয়েছে। পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এবং পলাশবাড়ী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শ্রেণি কক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ শ্রেণির বিষয় ভিত্তিক ৭৭২ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেয়। বিষয় ভিত্তিক শিক্ষাক্রমের বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, ইতিহাস ও সামাজিকি বিজ্ঞান, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান জানান, ডিসেমিনেসন অব নিউ কারিকুলাম শীর্ষক প্রশিক্ষণ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত প্রশিক্ষণে অর্জিত জ্ঞানের আলোকে শিক্ষকবৃন্দ তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান করবেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন।