
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাইবান্ধা পলাশবাড়ীতে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের উদ্বোধন করেন। ঢাকার গণভবন থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম ও থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন প্রমুখসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।