
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে তরুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আওয়ামী লীগ সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল ও যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, বিএনপি-জামায়াতের দেশ বিরোধী হরতাল-অবরোধ ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানানসহ তাদের যে কোন ষড়যন্ত্র দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে মোকাবেলা করার অঙ্গীকার ব্যক্ত করেন।