
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তায় ঔষধি এবং ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মনোহপুর ইউনিয়নের হালিমনগর দ্বি-মূখী উচ্চ বিদ্যায়ল, মনোহরপুর বালিকা বিদ্যালয় ও খামার বালুয়া আশ্রয়নসহ বিভিন্ন রাস্তায় ঔষধি এবং ফলজ বৃক্ষের চারা রোপন উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব প্রধান রিপন। এসময় ইউপি সচিব মো. রায়হান ফিরোজ, ইউপি সদস্য মো. মমিনুল হায়াৎ খান রিজন, মো. তাজুল ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও অত্রালাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসব শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তায় আম, মেহগনি, জলপাই, দেবদারু, আম, নিমসহ বিভিন্ন ঔষধি এবং ফলজ বৃক্ষের গাছের চারা লাগনো হয়।