১১ নভেম্বর এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ নির্মাণ ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা যুবলীগের বর্ণাঢ্য আয়োজনে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ নভেম্বর রবিবার বিকালে এ আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা শেষে ডাকবাংলা চত্বরে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মুসা সুমন, যুবলীগ নেতা রেজাউল করিম লালু,আব্দুর রাজ্জাক,শাহজাহান মিয়া,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস,উপজেলা তাতীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব,পৌর যুবলীগ নেতা আবু ওবায়েদ সরকার তয়ন,মুশফিকুর রহমান রাজীবসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।