
গাইবান্ধা সংবাদদাতাঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের নলছিয়া গ্রামের মৎস্যজীবী সম্প্রদায় সরকার ঘোষিত ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষণা করায় এখানকার কর্মহীন হয়ে পড়েছে। কিন্তু কর্মহীন ৪৯ জন মৎস্যজীবীদের মাঝে খয়রাতি হিসেবে ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও তাদের মধ্যে ৩৩ জনের নামে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু বাকি ২৬ জনের নামে খয়রাতি চাল বরাদ্দ না দেয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। এসব বরাদ্দের চাল পাওয়ার দাবিতে জেলা প্রশাসক ও জেলা মৎস্য অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মৎস্যজীবী সুশিল চন্দ্র সরকার, সন্তোষ, প্রভাত চন্দ্র, মনোরঞ্জন চন্দ্র, রণজিৎ চন্দ্র, অনন্ত চন্দ্র, মো. আইদুল ইসলাম, আবুল কাশেম, মো. ওসমান আলী প্রমুখ।