
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায় চ্যাম্পিয়ন পলাশবাড়ী উপজেলা বালিকা অনুর্ধ্ব-১৭ দল প্রাপ্ত ট্রফি উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে গত ১৫ অক্টোবর গোবিন্দগঞ্জ উপজেলা বালিকা দল বনাম পলাশবাড়ী উপজেলা বালিকা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পলাশবাড়ী উপজেলা বালিকা দল ৪-১ গোলের ব্যবধানে জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চ্যাম্পিয়ন পলাশবাড়ী বালিকা
দল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহানের নিকট তাদের প্রাপ্ত ট্রফি হস্তান্তর করেন। পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমী সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, কোচ এনায়েত করিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, সাবেক ইউপি চেয়ারম্যান কেএম আনিছুর রহমান মানিক ও খাইরুল ইসলাম ছাড়াও সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।