
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় হরতাল বিরোধী শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, জেলা আ’লীগ সদস্য ও পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ তাপস, উপজেলা জাতীয় শ্রমিকলীগ আহবায়ক আবুল কালাম আজাদ সাবু, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজাহান শেখ, যুগ্ম আহবায়ক শাহজালাল মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-আর-রশিদ সাগর, পৌর আহবায়ক মাসুম সরকার ও পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক হাসান প্রধান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাবেশে বলেন, অবৈধ হরতাল দেশের সাধারণ জনগণ মানে না। হরতালের নামে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে দেয়া হবে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিরোধী বিএনপি-জামাতসহ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।