বিনিয়োগের অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কিশোর কিশোরী ক্লাব সদস্যদের মাঝে পোশাক,শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেরা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর লিটন মিয়া প্রমূখ। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।