
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিকী কাউন্সিল ও সম্মেলন উপলক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রোববার (৮ অক্টোবর) সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনেগাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহীন। অন্যান্যদের মদ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাজাহান খান আবু, আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু, মাহমুদুর রহমান মুকুল ও অধ্যক্ষ কাজী মশিউর রহমান প্রমুখ।
বক্তারা; আগামী ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা কাউন্সিল ও সম্মেলন সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।