স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট মঙ্গলবার সন্ধায় পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ সভাপতি ফেরদাউছ মিয়া, মশফিকুর রহমান মিল্টন, সাইদুর রহমান মাষ্টার, নুরুল ইসলাম।
সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার,শাহ আলম সরকার,নুর মোহাব্বত সরকার,সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহ সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর।
কেষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, দপ্তর সম্পাদক মিলন মন্ডল,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিদুষ রায়,ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহীন,আইন বিষয়ক সম্পাদক এ্যাড: আবেদুর রহমান সবুজ,
কার্যকরী সদস্য ফজলুল হক দুদু, আমিরুল ইসলাম কবির,ছাদেকুল ইসলাম রুবেল, ফজলার রহমান,মাসুদ রানা, আল মাহামুদজামান।
এ ছারাও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সাংবাদিক ওমর ফারুক, মতিন মোহাম্মদ, আব্দুর রউফ জেনারুল প্রমুখ।
আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা সহ দেশ জাতি ও মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাব সহসভাপতি সাংবাদিক ফেরদাউছ মিয়া।
দোয়া পরবর্তী উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়।