
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ইউপি চেয়ারম্যান এবং ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব প্রধান রিপন।
গত ১০ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক মো. আবু হেনা মোস্তফা কামাল-এর স্বাক্ষরিত একপত্রে উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্ণিং বডি গঠনের লক্ষ্যে চার সদস্যের সমন্বয়ে এডহক কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য সহকারি শিক্ষক মো. আব্দুল করিম, অভিভাবক সদস্য আলফ আরসালান খান ও সদস্য সচিব প্রধান শিক্ষক কে.এম রবিউল মোস্তাকিন। এ কমিটি পরবর্তী সকল শর্তাবলী যথাযথ পালন করবেন বলে জানা যায়।
এদিকে; অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার সচেতন মহল তাঁকে অভিনন্দন জানান। সেইসাথে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশসহ সকলের নিকট দো’আ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন আব্দুল ওহাব প্রধান রিপন।