গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়ন বিষষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ নবনির্মিত হলরুমে সোমবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও প্রেসকাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখসহ অন্যান্যরা।
বক্তারা; বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ সার্বজনীন পেনশন স্কীমের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিক সমূহ আলোকপাত করেন।