
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধে মোত্তালেব মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার পৌর এলাকার ব্র্যাক মোড় মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোত্তালেব মিয়া মহেশপুর গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, জমি নিয়ে মোত্তালেব মিয়া ও তার স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে মোত্তালেব মিয়া নিহত হন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সঙ্গে জড়িত আব্দুল মান্নানসহ তাঁর স্ত্রী রাশিদা বেগম, ছেলে রিশাদ ও ভাই একরামুলকে আটক করা হয়েছে।