
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার বিশিষ্ট পাদুকা ব্যবসায়ী হাসান হত্যা মামলা পুনঃতদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এ আদেশ দেন। মামলার বাদী হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপ র্যাবের দেয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি করেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এসময় কোর্ট চত্ত্বরে উপস্থিত ছিলেন হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের আহবায়ক ও মামলার বাদী আমিনুল ইসলাম গোলাপসহ অন্যান্য নেতৃবৃন্দ।