
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ টাউনহলে অনুষ্ঠিত হয়েছে।
নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে সমেবেত বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংকৃতিক, পেশাজীবি ও স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী এলাকার জাতীয় সাংসদ কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ (অব.) ছাইফুলার রহমান তোতা চৌধুরী, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা আ’লী সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এসএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক বাবু দীলিপ চন্দ্র সাহা, প্রেসক্লাব পলাশবাড়ী’র সভাপতি মন্জুর কাদির মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংকৃতিক, মিডিয়াকর্মী, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন। এছাড়াও পৃথক ভাবে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।