
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকচাপায় আ. গোফফার মিয়া (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) সকালে পলাশবাড়ী পৌরশহরের রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড় নামক সবজি বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আ. গোফফার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আ. গোফ্ফার এদিন ১০টার দিকে বাইসাইকেলে কঁচু নিয়ে সবজি বাজারে বিক্রি করতে আসেন। তিনি মহাসড়ক পারাপার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে কৃষক আ. গোফফার ঘটনাস্থলেই মারা যান।
পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।