
গাইবান্ধার পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি, মহদীপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন ও হরিনাথপুর ইউপি চেয়ারম্যান হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা ইউনিয়ন চেয়ারাম্যান ফোরামের সাধারণ সম্পাদক হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।