স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন, দেশ থাকলে আমরা থাকবো। শেখ হাসিনা আছে বলেই দেশ আছে। নানা প্রকার ঘাত-প্রতিঘাতের সাথে যুদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। এখন মঙ্গা শব্দটি আর নেই। পরিবার-পরিজন নিয়ে অতীতের যেকোন সময়ের তুলনায় স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতায় বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় সৃজিত পণ্য ভিত্তিক পল্লীর পল্লী পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি’র আয়োজনে শুক্রবার (২৮ জুলাই) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে তিনি আরো বলেন, অসহনীয় ষড়যন্ত্র সত্ত্বেও দেশ উন্নয়নের জোয়ারে তড়তড় করে এগিয়ে যাচ্ছে। নির্মাণ-উৎপাদনে যত কর্মযজ্ঞ চলছে তা কেবল শেখ হাসিনার নেতৃত্বেই। বঙ্গবন্ধু’র আদর্শ প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ নিরলস কাজ করে যেতে হবে।
বিআরডিবি’র (গ্রেড-১) মহাপরিচালক আব্দুল গোফ্ফার খানের সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. হাসানুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) চেয়ারম্যান আতোয়ার রহমান সরকার ও গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের পরিচালক আবদুস সবুর প্রমুখ।