
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় জাতীয়পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
জেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার (১৪ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদে জেলা জাতীয়পার্টির সভাপতি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আলহাজ্ব আব্দুল রশিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য জেলা সদস্য সচিব মো. সরওয়ার হোসেন শাহীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাজাহান খান আবু, জেলা যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম লেবু, রেজাউন্নবী রাজু, মো. মিঠুল মিয়া, আলহাজ্ব মো. তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর রকিবুল হাসান সুমন, মো. বাবলু মিয়া প্রমুখ। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।