
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা জাতীয়পার্টির আহবায়ক কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা জাতীয়পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জাতীয়পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার হোসেন শাহীন, সাবেক এমপি আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাড. মমতাজ উদ্দিন, জেলা জাপা যুগ্ম আহবায়ক শাজাহান খান আবু, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য মইনুল রাব্বি চৌধুরী রুমান, গোবিন্দগঞ্জ উপজেলা জাপা আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান, ফুলছড়ি উপজেলা জাপা সভাপতি মো. আল আমিন সরকার, সাদুল্লাপুর উপজেলা জাপা সভাপতি মো. আজিজুল ইসলাম বিএসসি, গাইবান্ধা সদর উপজেলা জাপা সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, সুন্দরগঞ্জ উপজেলা জাপা সাধারণ সম্পাদক মা. আব্দুল মান্নান মন্ডল, গাইবান্ধা পৌর জাপা সাধারণ সম্পাদক মো. রকিবুল হাসান সুমন, গোবিন্দগঞ্জ পৌর জাপা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ও জেলা শ্রমিকপার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় জাতীয়পার্টির গাইবান্ধা জেলা, উপজেলা ও পৌরসভাসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা; জাতীয়পার্টি এবং সকল অঙ্গ সংগঠন সমূহ সম্মেলনের মাধ্যমে নতু কমিটি গঠন ছাড়াও সংগঠনকে সুসংগঠিত করতে সকলের প্রতি আহবান জানানো হয়। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলায় জাতীয়পার্টির প্রার্থীদের নির্বাচিত করতে সকলকে ঐক্যবন্ধভাবে কাজ করার আহবান জানান।