গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার রাতে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত করেন।
বিজয়ীদের মধ্যে তালুককানুপুর ইউনিয়নে মাসুদ আলম মন্ডল পেয়েছেন ১১ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মোস্তফা আশরাফুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৪৪২ ভোট। অপরদিকে চন্ডিপুর ইউনিয়নে মেহেদী মোস্তফা মাসুম পেয়েছেন ৪ হাজার ৯৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতীকের রাশেদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৫০৮ ভোট। এব্যাপারে গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি নেয়া হয়েছিল।