
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে বাসদ মার্কসবাদী সমন্বয়ক আলাল মিয়া ও সদস্য সোহরাব হাসানের উপর আক্রমণ-অপহরণের বিচারের দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরের ১নং রেলগেট এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয় হয়। বাসদ মার্কসবাদী জেলা শাখার আয়োজনে জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কিশোরগঞ্জে বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড আলাল মিয়া এবং সদস্য সোহরাব হাসানের উপর আক্রমণ-অপহরণের বিচারের দাবি জানান। তারা বলেন, সিন্ডিকেটের কারসাজি বন্ধে সরকারের ব্যর্থতায় সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জোরদার গণআন্দোলন না থাকায় সরকারের ইচ্ছাকৃত নির্বিকারত্বের সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার ও সর্বজনীন রেশনব্যবস্থা চালুর দাবিতে জনগণকেই আজ রাজপথে নামতে হবে।
সেইসাথে গাইবান্ধা জেলার প্রতিনিয়ত বিদ্যুতের লোডশেডিং লো ভোল্টেজের কারণে জনজীবনে অসহনীয় করে তুলছে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যঘাত ঘটছে। সেইসাথে দাবী করেন গাইবান্ধা জেলার স্টেডিয়াম পাশে স্বীকৃত ভুমিতে আইটি সেন্টার নয় বধ্যভুমি নির্মানের দাবী ও পৌরসভার পানি সংকট, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, মশা নিধনেরও দাবী জানান।