1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিকের মতবিনিমিয় পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা গণপিটুনিতে রুপলাল হত্যাকাণ্ড: টাঙ্গাইল থেকে অন্যতম আসামী রুবেল পাইকার গ্রেপ্তার ঢাকা-৮ আসনে রিকশাচালক সুজনের প্রার্থীতা: নাগরিক অধিকারের ইতিবাচক উদাহরণ পলাশবাড়ীতে মৎস্যজীবি দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী আলোচনা সভা বরখাস্তের পরও চেয়ারম্যানের চেয়ারে সেই ফ্যাসিস্ট যুবলীগ নেতা জাহাঙ্গীর ! দামোদরপুর ইউপিতে ক্ষোভ-উত্তেজনা বাড়ছে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাসাস-এর কার্যালয় উদ্বোধন গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল

বাংলাদেশ প্রেস ফটো পুরস্কার পেলেন গাইবান্ধার কুদ্দুস আলমসহ ৭ জন

  • আপডেট হয়েছে : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

দৃক পিকচার লাইব্রেরি আয়োজিত বাংলাদেশ প্রেসফটো ২০২৩ পুরস্কার প্রদান ও প্রদর্শনী উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেলে ঢাকায় পান্থপথে দৃকপাঠ ভবনে। প্রদর্শনীতে দ্বিতীয় বার্ষিক বাংলাদেশ প্রেসফটো প্রতিযোগিতায় বিজয়ী ও নির্বাচিত আলোচিত্রসমূহ স্থান পেয়েছে।
এবারে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, আলোকচিত্রী, সম্পাদক ও শিক্ষক আবির আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, সিনেমাটোগ্রাফার রাশেদ জামান, ভারতীয় স¤পাদক, কিউরেটর ও লেখক তানভি মিশরা এবং আলোকচিত্রী, অ্যাক্টিভিস্ট ও
কিউরেটর শহিদুল আলম। অনুষ্ঠানে বিচারকমন্ডলীর পক্ষ থেকে রাশেদ জামান তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্য রাখেন নিউএজ পত্রিকার স¤পাদক নূরুল কবির। দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দৃকের জেনারেল ম্যানেজার ও প্রদর্শনীর কিউরেটর এএসএম রেজাউর রহমান ।
১৫শ এর বেশি আলোকচিত্রের মধ্য থেকে ৭ জন আলোকচিত্রীর কাজকে এবছরের প্রতিযোগিতার বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। তিনটি বিভাগের বিজয়ীরা হলেন যথাক্রমে- শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া বিভাগে ডেইলি গ্লোবাল নেশনের মো. শামছুল হক সুজা, ইউএনবি বিশেষ সম্মাননা পুরষ্কার আবু সুফিয়ান জুয়েল, রাজনীতি বিভাগে মামুন হোসেন, দৈনিক কাজির বাজার ও বিশেষ সম্মাননা পুরষ্কার ফোকাস বাংলার কুদ্দুস আলম, জনমুখী সাংবাদিকতায় বিপিএসএর সরদার মোহাম্মদ রাফিউল ইসলাম এবং বিশেষ সম্মাননা পুরষ্কার রাফায়েত হক খান। এবারে বর্ষসেরা আলোকচিত্র ২০২২ বিজয়ী হয়েছেন আব্দুল গনি, দৈনিক ইত্তেফাক এবং পেয়েছেন ১ লাখ টাকা। প্রতিটি বিভাগ থেকে একজন বিজয়ী ও একজন বিশেষ সম্মাননা পুরষ্কার বিজয়ী পেয়েছেন যথাক্রমে ৫০ হাজার টাকা ও ১০ হাজার টাকা। এছাড়া তাঁরা প্রত্যেকে পেয়েছেন সম্মাননা স্মারক এবং সনদ।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে নির্বাচিত ৩১টি ছবি। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে আগামী ১৮ জুন ২০২৩, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। ভুয়া খবরের এই যুগেও গণমাধ্যমে মুদ্রিত আলোকচিত্র খবরের সবচেয়ে বিশ্বস্ত উৎস হিসেবে বেঁচে আছে। একই সাথে প্রেস আলোকচিত্রীর পেশা পরিণত হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশী আলোকচিত্রীরা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। কিন্তু তাদের যৌথ প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা জাতির প্রতি তাদের অবদানের বিশেষ কোনো মূল্যায়ন আজ পর্যন্ত হয়নি। সেই সকল সাহসী নারী ও পুরুষ, যারা সম্মুখ সারির যোদ্ধা হয়ে প্রতিদিন সংবাদ সংগ্রহ করে চলেছেন- তাঁদের কীর্তিগাঁথাকে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মত ২০২১ সালের আলোকচিত্র নিয়ে ২০২২ সালে এই প্রতিযোগিতার আয়োজন করে দৃক। একই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত এবছর জানুয়ারি মাসে আলোকচিত্র সাংবাদিকদের কাছ থেকে ২০২২ সালের ছবি আহ্বান করা হয়।
উল্লেখ্য, গত বছরও বাংলাদেশ প্রেসফটো কনটেস্টে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছিলেন আলোকচিত্রী কুদ্দুস আলম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft