গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মাটেরহাট পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দুই আদায়কারীর ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার বেতকাপা ইউপি’র মাঠেরাহট পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন এ জরিমানা আদায় করেন।
জানা যায়, মাঠেরহাটে গরু, ছাগল, ভেড়াসহ অন্যান্য গবাদি পশুর ক্ষেত্রে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছিল। এ বিষয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় টোল আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রতিটি গরুর ক্ষেত্রে অতিরিক্ত টোল আদায় করার অভিযোগ উঠে। যার ফলে টোল আদায়কারী দুইজনের ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
সহকারি কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে ঘিরে উপজেলার যেখানে যেখানে পশুরহাট বসবে। আর ওইসব হাটগুলোতে যদি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেলে হাটগুলোতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।