গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ১শ’ ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবারীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ জুন) দুপুরে এক অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশের এসআই রাজু ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করেন। এসময় রংপুর হতে রাজশাহীগামী ‘বিআরটিসি’ পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৯৫৩) তল্লাশিকালে ১শ’ ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুল্লা আল মামুন (৩৪) ও হাসিবুল ইসলাম টুটুলকে (২৯) আটক করা হয়। আটক আল মামুন রাজশাহী জেলার তানোর উপজেলার হরিশপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হোসেন ছেলে এবং টুটুল একই উপজেলা হরিশপুর উত্তরপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৩/১২১, তাং-০৪/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।