গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিতালুন্নেছা মজিব (বালিকা) অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে স্থানীয় পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, এসএম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আজাদুল ইসলাম, পলাশবাড়ী ফুটবল কোচিং একামেডীর সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, প্রেসকাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় (বালক) উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে পলাশবাড়ী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান করেন।