গাইবান্ধার পলাশবাড়ীতে আই এফ আই সি ব্যাংক পলাশবাড়ী শাখার উদ্যোগে মধু মাস উৎসব ২০২৩ পালিত হয়েছে। আই এফ আই সি ব্যাংকের ম্যানেজার সাজিদ হোসেনের সভাপতিত্বে ২০ জুন মঙ্গলবার বিকেলে আই এফ আই সি ব্যাংক পলাশবাড়ী শাখা কার্যালয়ে মধু মাস উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,প্রেসক্লাব সহ সভাপতি মশফিকুর রহমান মিল্টন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যাবসায়ী মাহাবুব প্রধান পলাশবাড়ী পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহমুদুল হাসান, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিয়ার রহমান সহ ব্যাংকের সম্মানিত গ্রাহকগন উপস্থিত ছিলেন।
বক্তারা আইএফআইসি ব্যাংকের ব্যাতিক্রম ধর্মী আয়োজনের ভুয়শী প্রশংসা করেন। পাশাপাশি ব্যাংকের উত্তর উত্তর সাফল্য কামনা করেন।