
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
নির্বানেন্দু বর্মন ভাইয়া মাত্র ১৬ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ সরওয়ার্দী উদ্যানে স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে ২৩ মার্চ গাইবান্ধার পাবলিক লাইব্রেরী মাঠে গাইবান্ধার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় পাকিস্তানের মাটিতে পাকিস্তানী পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলার অন্যতম পতাকা উত্তোলনকারী ও বন্টনকারী ছাত্রনেতা ছিল। উল্লেখ্য, উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে তার পিতা নির্মলেন্দু বর্মন বৃটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও গাইবান্ধা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙ্গালী জাতির স্বাধীনতা সংগ্রামে পিতা ও পুত্রের সক্রিয় অংশ গ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক দুর্লভ স্মরণীয় ইতিহাস হয়ে রইল। নির্বানেন্দু বর্মনের ভাইয়া ২০২০ সালের ২৭ জুন মৃত্যুবরণ করেন। জনকল্যাণে নিঃস্বার্থভাবে নিবেদিত মহান এই নেতার ৩য় প্রয়াণ দিবসে তার অমর আত্মার প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।