
গাইবান্ধায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কমার্স ব্যাংক প্রাইভেট লি: (আইএফআইসি)‘র গাইবান্ধা শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৮ জুন) দুপুরে সার্কুলার রোডস্থ ২০২৭ ফিরোজা মার্চেন্ট প্লাজায় গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন এ শাখার উদ্বোধন করেন। এসময় সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, আইএফআইসি ব্যাংকের গাইবান্ধা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান ও খোলাহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল উলফাতসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; পুরিপুর্ণ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে দেশের বৃহত্তম এই ব্যাংকটি সব সময় গ্রাহকদের পাশে থেকে কাজ করবে। এই ব্যাংকটি বেসরকারি হওয়া সর্ত্তেও বাংলাদেশ সরকারের উল্লেখযোগ্য মালিকানা রয়েছে। বর্তমানে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৪টি দেশে এই ব্যাংক সরাসরি ব্যবসা পরিচালনা করে আসছে।