
গাইবান্ধার সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা/২০২৩ এর পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগম, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ সহীদুল্লাহেল কবির ফারুক, যুগ্ন-সাধারণ সম্পাদক ও ওই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শাহ মোঃ ফজলুল হক রানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা কৃষকলীগের সভাপতি মহব্বত চৌধুরী, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি ও স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী ও সংগঠনের নেতা-কর্মীগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাজুল ইসলাম রেজা ও হোসনে-আরা মুন্সি।
সবশেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।
ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ।