
গাইবান্ধার পলাশবাড়ীতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) অত্র কলেজের অডিটোরিয়াম হলরুমে ভারপ্রাপ্ত (ভারপ্রাপ্ত) হাসান রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, অত্র কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মজিদ সরকার, জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক হামিদুল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারি অধ্যাপক শাফিউর রহমান চৌধুরী জোহা, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোশাহেদুল ইসলাম, সেনা সদস্য (অব.) আবু মুসা ও পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রশিদ সরকার প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ভুঞা।
উল্লেখ্য: পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজটি ১৯৯৪ সালের ১লা জুলাই প্রতিষ্ঠত হয়ে সুনামের সহিত পাঠ দিয়ে আসছেন।