
গাইবান্ধার পলাশবাড়ীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন। এসময় সহকারি কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন ছাড়াও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ২২ থেকে ২৮ মে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগ, সেবা গ্রহীতাদের প্রাপ্তি সমূহ এবং ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোকপাত করা হয়। শেষে উপস্থিত ভূমি সেবা গ্রহীতাদের মাঝে ভূমি বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।