1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিকের মতবিনিমিয় পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা গণপিটুনিতে রুপলাল হত্যাকাণ্ড: টাঙ্গাইল থেকে অন্যতম আসামী রুবেল পাইকার গ্রেপ্তার ঢাকা-৮ আসনে রিকশাচালক সুজনের প্রার্থীতা: নাগরিক অধিকারের ইতিবাচক উদাহরণ পলাশবাড়ীতে মৎস্যজীবি দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী আলোচনা সভা বরখাস্তের পরও চেয়ারম্যানের চেয়ারে সেই ফ্যাসিস্ট যুবলীগ নেতা জাহাঙ্গীর ! দামোদরপুর ইউপিতে ক্ষোভ-উত্তেজনা বাড়ছে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাসাস-এর কার্যালয় উদ্বোধন গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল

পানি উন্নয়ন বোর্ডের স্থাপনা অপসারণ-উচ্ছেদ নোটিশ পলাশবাড়ীর পরিত্যক্ত করতোয়া বাঁধে দীর্ঘবছর বসতি ভূমিহীন হিন্দুসহ ২১ পরিবারের মাথায় হাত

  • আপডেট হয়েছে : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিধি মোতাবেক অবৈধ স্থাপনা অপসারণ-উচ্ছেদ নোটিশ পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পরিত্যক্ত করতোয়া বাঁধে ২৫ বছর ধরে বসবাসরত ভূমিহীন মুসলিম ও হিন্দুসহ ২১ পরিবারের মাথায় হাত। দুঃশ্চিন্তা আঁকড়ে ধরেছে। দীর্ঘবছরের বসতি ছেড়ে আকস্মিক এসময় তারা যাবেন কোথায়?

উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়ানপুর গ্রাম সিমানা দিয়ে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বিগত সময় উপর্যুপরি বন্যার সময় বাঁধটি ভেঙ্গে যায়। পরবতীতে ওই ভাঙ্গা বাঁধ স্থান থেকে অনতি দূরে নতুন করে আবারো বাঁধ নির্মাণ করা হয়। ভাঙ্গা বাঁধটি পরিত্যক্ত থাকার সুবাদে বিগত ১৯৯৮ সালের বন্যায় ওই গ্রামের পশ্চিমপাড়ার ভূমিহীন ১৩ এবং মাঝিপাড়ায় ভূমিহীন হিন্দু সম্প্রদায়ের ৮ সহ মোট ২১ পরিবার নিয়মিত বসতি শুরু করেন। সেই থেকে অদ্যাবধি ভূমিহীন পরিবারগুলো ওই বাঁধেই বসবাস করে আসছেন। বাঁধে বসবাসের সুবাদে পলাশবাড়ী উপজেলা এলাকায় অবস্থিত বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) পরিবার গুলোকে স্বাবলম্বী করতে আর্থিক ঋণ প্রদান করেন। শুধু তাই নয় স্ব-স্ব পরিবারের বিপরীতে পল্লী বিদ্যুতের পৃথক সংযোগ গ্রহণ করে।
এদিকে; গত ২৯ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক স্বাক্ষরিত এক নোটিশ পত্রে জানানো হয় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধ পন্থায় নির্মিত ঘরবাড়িসহ অন্যান্য স্থাপনা ৭ দিনের মধ্যে সরকারি ভূমিতে সার্বিক কর্মকান্ড বন্ধ করে স্থাপনাসমূহ অন্যত্র স্থানান্তরের জরুরি নির্দেশ প্রদান করা হয়।
নোটিশপত্র পাওয়ার পর সরেজমিন তথ্যানুসন্ধানে দেখা যায়, পশ্চিম নয়ানপুর পশ্চিমপাড়ার ভূমিহীন পরিবারগুলোর মধ্যে আঃ সামাদ, আঃ ছাত্তার, মজনু মিয়া, গোলজার মিয়া, এখলাছ, মমতা বেওয়া, আতিয়ার, গোলফি বেগম, মাসুদ, হাসানুর, ফরহাদ, শাহারুল ও সালমান ছাড়াও হিন্দু সম্প্রদায়ের জেলে পরিবার গুলোর মধ্যে বানেশ্বর, সঞ্জিত, সাঞ্জু ও শান্তসহ বসবাসরতরা হাউ-মাউ করে কান্না শুরু করে। তারা বলেন স্ব-পরিবারে মাথা গোঁজার ঠাঁই বলা ঠিকানা বলতে আমাদের এটাই। যাবার কোনো জায়গা নেই। আমরা যাব কোথায়। আমরা নিঃস্ব। আমাদের কোন জমি নেই। আমরা সকলেই ভূমিহীন। আমরা
আমাদের পরিবার নিয়ে এখন কোথায় যাব। চলমান সময় মানবতার মমতাময়ী ‘মা’ মাননীয় প্রধানমন্ত্রী উপহার স্বরূপ গৃহহীন-ভূমিহীন ছিন্নমূল মানুষদের জন্য জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন। একই সময় সেখানে পানি উন্নয়ন বোর্ড আমাদের দীর্ঘ বছরের বসতি স্থাপনা অপসারণের নোটিশ দিয়েছেন। বিষয়টি আমাদের মড়ার উপর খাঁড়ার ঘাঁ রূপে দেখা দিয়েছে। মানবিক কারণে আমাদের বসতি স্থায়ী করণে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি ছাড়াও সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft