
ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। তারপর পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধাঞ্জলি শেষে পোস্তগোলা শ্মশানে তার মরদেহের শেষকৃত্য সম্পন্নের জন্য নেওয়া হবে।