পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। দু’জনের এখনো পরিচয় মেলেনি।গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন বেশ ক’জন।
এছাড়া শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে দুজন বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ড. আসিফুর রহমান।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইমাদ পরিবহণের বাসটি ভোর সাড়ে চারটায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারায় সেটি।
বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। এতে এর সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ১৪জন প্রাণ হারায়।
পুলিশের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে।
নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি দুর্ঘটনায় পড়ে। তবে তদন্ত করার পরই কারণটা জানা যাবে-বলেন মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।
এরইমধ্যে কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে এবং দুই কার্য দিবসের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।
কিন্তু এরইমধ্যে দুর্ঘটনার নানা কারণ আলোচনায় উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, বাসটি খুলনা থেকেই কারিগরি ত্রুটি নিয়ে রওনা দেয়। পথে সে কারণেই ঘটেছে দুর্ঘটনা।
স্থানীয় সাংবাদিক সঞ্জয় অভিজিৎ কর্মকার ঘটনার শুরু থেকেই সেখানে থেকে সংবাদ সংগ্রহ করছিলেন। তিনি বিবিসি বাংলাকে জানান, বাসটির গতি ছিল তীব্র এবং সামনের বাম পাশের চাকা ফেটে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাস্থল শিবচরের কুতুবপুরে এক্সপ্রেসওয়ের পাশেই একটি রেস্টুরেন্টে কাজ করেন মোহাম্মদ সোহেল হোসেন জানান-
সকালে আমি রেস্টুরেন্টটা মাত্র চালু করে বসে আছি। ৭টা ১৫ থেকে ২০ এর দিকে ঠাস করে একটা টায়ার বার্স্টের শব্দ শুনি। দেখলাম আমার রেস্টুরেন্টের একটু সামনেই টায়ার বার্স্ট হল, এরপর আকাবাঁকা হয়ে কিছুদূর গিয়ে রকেটের গতিতে, মানে সিনেমায় যেভাবে দেখি উড়ে গিয়ে নিচে পড়ে যায় বাসটি,” বর্ণনা করেন সোহেল হোসেন।
এরপর দ্রুত ছুটে গিয়ে স্থানীয় মানুষদের সাথে উদ্ধার কাজে লেগে পড়েন তিনি। তবে সোহেল জানালেন, এই রাস্তায় প্রায়ই এমন গাড়ির চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটে।
এখানে ২/৩ দিন পরপরই টায়ার বার্স্ট হয়, গত ২২/২৩ দিনে ৫/৭ টা টায়ার বার্স্ট হতে আমি নিজে দেখছি। দু’দিনে আগে একটা ট্রাকের টায়ার এরকম ফেটে যায়, পরে ওর ব্রেক ভালো ছিল জন্য কন্ট্রোল করতে পারছে।