
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস-২০২৩ উদ্যাপিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে জাতীয় সংসদ সদস্যের পক্ষে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন সমূহ বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পন শেষে কোমলমতি শিশুদের অংশগ্রহণে ৩শ’ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধু’র ১০৩তম জন্ম শতবার্ষিকী পালন করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামারুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি অধ্যক্ষ (অব.প্রাপ্ত) ছাইফুলার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও শিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিয়োগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।