আরিফ সরকার সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মেহেদী হাসান আকাশ (২৪) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ যাত্রী আহত হয়। মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রাইগ্রাম এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান আকাশ উপজেলার বরিশাল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে। সে একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, ওইসময় একটি অটোরিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় রাইগ্রাম এলাকায় পৌঁছালে অপর একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে রিকশাটির ৬ যাত্রী আহত হলে এর মধ্যে মেহেদী হাসান আকাশ নামের যাত্রীকে হাসপাতালে নেওয়া পথে মারা গেছেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দল উদ্ধার তৎপড়তা চালায়। এ ঘটনায় মেহেদী হাসান আকাশ নামের এক অটোরিকশা যাত্রী নিহতে হয়েছেন।