
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা পরিষদ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে গাইবান্ধা জেলা পরিষদের ডাকবাংলো চত্তরে কেক কাটা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ চেয়াম্যান আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথি পুলিশ ছিলেন সুপার মো. কামাল হোসেন। আলোচক ছিলেন শিক্ষাবিদ মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কাইয়ুম ও দৈনিক মাধুকর সম্পাদক কেএম রেজাউল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা. আব্দুর রউফ তালুকদার প্রধান।
অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, আওয়ামী লীগ নেতা ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, পিয়ারুল ইসলাম বাবলু, মাহবুব আলম কোর্ট, সাইফুল আলম সাকা, দীপক কুমার পাল, মাহমুদা বেগম পারুল, রোজীনা নাহিদ ফারজানা শিমুল, খায়রুল ইসলাম, শাহ আহসান হাবীব রাজিব, জেলা পরিষদ সদস্য শাখওয়াত হোসেন, সদস্য শুক্কর আলী ফিরোজ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চলনায় করেন শিরিন শারমিন।