
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস-২০২৩ উদ্যাপিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে গাইবান্ধা পৌর পার্কের অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে জাতীয় সংসদের হুইপের পক্ষে, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার মো. কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, পৌর মেয়র মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোজ্জাম্মেল হক মন্ডল, সদর উপজেলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌর আওয়ামী লীগসহ সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠন, সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরপক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের কন্ঠে জাতীয় সঙ্গীত ও কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উদযাপন করা হয়। কেক কাটা শেষে বেলুন উরিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচী পালনের পর সন্ধায় আতশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।