
আরিফ সরকার সাগর, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস বিভিন্ন কর্ম সূচীর মধ্যদিয়ে পালিত হয়।
কর্মসূচীর মধ্য সকাল ৯ঃ৩০ ঘটিকায় গাইবান্ধা কাচারী বাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে, সকাল ১০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে “গণহত্যা দিবস” উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব মাহবুব আর বেগম গিনি এমপি মহোদয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ অলিউর রহমান, জেলা প্রশাসক, গাইবান্ধা। এছাড়া, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।