গাইবান্ধার গোবিন্দগঞ্জ পুলিশের অভিযানে ১০বোতল ফেনসিডিলসহ এক মাদক করাবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত ব্যাক্তি- লালমানিরহাটের আদিতমারী উপজেলার সরলখাঁ গ্রামের পৈরত আলীর ছেলে সোলায়মান আলী (৩০)।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গোন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোর এর সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে সোলায়মান আলীর কোমরে পরিহিত লুঙ্গির ভিতরে বিশেষ কায়দায় ১০ (দশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।