
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর,
রংপুরের পীরগঞ্জ উপজেলার ০৮ নং রায়পুর ইউনিয়নের ছোট ওমরপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালামের মেয়ে সাথী বেগম (২০), গত ১১ ফেব্রুয়ারি রাত ১০ ঘটিকায় সময় সাথী বেগম কাউকে কিছু না বলে ঘরের জানালা বন্ধ করে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলে জানা যায়।
সরেজমিনে গিয়ে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে উক্ত মৃত্যর কারন জানতে চাইলে তারা জানান প্রায় ০৫ বৎসর পূর্বে সিরাজগঞ্জ জেলার আব্দুল মান্নান(৩২) এর,সহিত সাথী বেগমের বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ -বিবাদ থাকার কারণে সাথী বেগম ০২ (দুই) বছর পূর্বে স্বামীর বাড়ি সিরাজগঞ্জ হইতে স্বামীকে রেখে ঢাকায় চলে আসেন। সাথী বেগম ঢাকায় কিছুদিন থাকার পর তার স্বামী আব্দুল মান্নান সিরাজগঞ্জ থেকে তার স্ত্রী সাথী বেগমের নিকট আসেন এবং আব্দুল মান্নান কিছুদিন ঢাকায় থাকার পর পুনরায় স্ত্রীকে ঢাকায় একা রেখে সিরাজগঞ্জ চলে যায়। স্বামী চলে যাওয়ার কারণে সাথী বেগম রাগে ক্ষোভে গত ০৫/০১/২০২৩ ইং ঢাকার ভাড়াটিয়া বাসায় বিষ খেয়ে অসুস্থ হলে স্থানীয় লোকজন তাহাকে সরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। সরোওয়ার্দী হাসপাতাল থেকে সাথীর আত্মীয়-স্বজন গত ১৭/০১/২০২৩ ইং সাথী বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রংপুরের চিকিৎসা শেষে সাথী বেগম কে গত ২২/০১/২০২৩ ইং তার বাবার বাড়িতে নিয়ে আসেন। মেডিকেল থেকে আসার পর সাথী বেগম মানসিক সমস্যায় ভুগিতেছিলেন।পারিবারিক কলহের কারনে সাথী আত্বহত্যা করেছন বলে এলাকাবাসীর ধারনা।
উক্ত মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন। উক্ত মৃত্যুর বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই মাহবুবের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন মৃত্যুর ঘটনা সত্য এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান।