১৬,১৭,১৮ ফেব্রুয়ারি – ০৩দিন ব্যাপী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপি কাটামোড় মাঠে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমা-২০২৩ উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) জেলা পুলিশ গাইবান্ধার আয়োজনে সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ পরিবারের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন জনাব মোঃ আরিফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার গোবিন্দগঞ্জ,অফিসার ইনচার্জ জনাব মোঃ ইজার উদ্দিন গোবিন্দগঞ্জ থানা,গাইবান্ধা জেলা পুলিশের টিআই এডমিন আব্দুর নূর,ডিবি পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, তদন্ত অফিসার ইনচার্জ বুলবুল আহম্মেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।,
এসময় তিনি ইজতেমা মাঠের আইন শৃংঙ্খলা রক্ষা, বিশেষ নিরাপত্তার নিমিত্তে সর্বোচ্চ সতর্কতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল সদস্যদের দিক নির্দেশনা প্রদান। এছাড়াও ইজতেমা মাঠ পরিদর্শন এবং ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে মতবিনিময় করেন এবং সব ধরনের আইনী সেবা প্রদানের ব্যাপারে আস্বস্ত করেন।