গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আইন শৃংখলা কমিটির প্রধান উপদেষ্ঠা গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু।
উপজেলা নির্বাহী অফিসার ও আইন শংঙ্খলা কমিটির সভাপতি আরিফ হোসেনের সভাপতিতে অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা খাতুনসাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও কামদয়িা ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, সাধারণ সম্পাদক আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, শালমারা ইউপি চেয়ারম্যান আনিছার রহমান প্রমুখ।
সভায় উপজেলা আইন শংখলা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এর ধারাবাহিকতা অভ্যহত রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুর্ঘটনা রোধে সরকারি সিদ্ধান্ত মোতাবেক অবৈধ কাজে নিয়োজিত ট্রাক্টর সমূহ রাত ৮ থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করবে। তবে কোন ভাবেই ড্রাম ট্রাক গ্রামীণ সড়কে চলাচল করতে পারবে না। নম্বর সম্বলিত ড্রাম ট্রাক শুধুমাত্র হাইওয়েতে চলাচল করতে পারবে।