গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌরসভার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার ভোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে সুদেব কুমার দাস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত সুদেব কুমার দাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের বিরেন কুমার দাসের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, বিথি দই ভান্ডারে শ্রমিক হিসেবে কাজ করতেন সুদেব কুমার দাস। শনিবার ভোরবেলা ওই ভান্ডারে কে বা কারা ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এ খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। এই হত্যাকা-ে কারা জড়িত সেটি অনুসন্ধান করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।