
গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল রোববার কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় পুলিশ সুপার মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সাত উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের উন্নয়ন কর্মকান্ড পর্যালোচনা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের তাদের কর্মকান্ড যথাযথভাবে পালনের নির্দেশনা দেয়া হয়। সভায় জানানো হয়, আগামী ১৬ মার্চ ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া শহরের যানজট ও ফোরলেনের অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়ন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।