
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সরকারি কলেজে ২০২২-২০২৩ সেশনের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে ভর্তি কমিটির আহবায়ক ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আনিছা আখতার বেগম চৌধুরী’র সভাপতিত্বে ওরিয়েন্টশন ক্লাসে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. সবুর উদ্দিন, শিক্ষক পরিষদের স¤পাদক মো. আব্দুর রশিদ, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে রংপুর বিভাগের সাংগঠনিক সচিব এসএম আশাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন দর্শন বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম জিল্লুর রহমানের উপস্থাপনায় কলেজের সংক্ষিপ্ত পরিচিতি শিক্ষার্থীদের সম্মুখে উপস্থাপন করা হয়। অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার ব্যাপারে নবীন শিক্ষার্থীদের আহবান জানান।