
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি’র আলোচনা সভা পলাশবাড়ী প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় জোটের সহ-সভাপতি তরিকুল ইসলাম রতনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সহযোগী সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মিথুন,সাংস্কৃতিক সম্পাদক বিদুষী রায়, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, কার্যকারি সদস্য উত্তম কর্মকার,লিপি বেগম, আশরাফুল আলম,মাসুদ রানা,সদস্য শাহরিয়ার কবির আকন্দ,নুর মোহাব্বতসহ অন্যান্যরা। এসময় সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক ও জোটের উপদেষ্টা পরিষদ সদস্য সুরুজ হক লিটন,গাইবান্ধা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডল,প্রচার ও প্রকাশনা সম্পাদক লেবু প্রধান। সভায় আগামীদিনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় পালন,কার্য নির্বাহী কমিটির নির্বাচনের লক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আওতাভুক্ত সংগঠন গুলোকে পূর্ণরায় উজ্জীবিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভার শুরুতে প্রয়াত সদস্যগণের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষে গাইবান্ধা সর্বজনশ্রদ্ধেয় কবি সরোজ দেব এর উপর হামলার ঘটনায় তিব্র নিন্দা জ্ঞাপন ও হামলাকারীদের শাস্তির দাবি জানান বক্তারা।